ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৩২৪৩৪৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলায় আজ আলোচিত মিতু আক্তার (২১) হত্যা মামলার আসামী মো. হযরত আলী (৩০) কে মৃত্যুদন্ড ও একলাখ টাকা জরিমানা এবং অপর ধারায় সাতবছরের কারাদন্ড দিয়েছে আদালত।
আজ রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২)- এর বিচারক সাহেদুল করিম এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. হযরত আলী জেলার হাজীগঞ্জ উপজেলার কীর্তনখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
হত্যাকান্ডের শিকার মিতু আক্তার জেলার হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আবু তাহেরের মেয়ে। 
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া এবং  আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সেলিম আকবর ও ইয়াসিন আরাফাত ইকরাম।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মিতু আক্তারের সাথে ২০১৩  সালে আসামী হযরত আলীর সাথে মোবাইলে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক হয়। ওই বছরই তারা উভয়ে নিজ ইচ্ছায় হাজীগঞ্জে কাজী অফিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর শ্বশুর বাড়িতে গিয়ে মিতু নির্যাতনের শিকার হন। এর ফলে ২০১৬ সালের ২৫ জুন নোটারী পাবলিক-এর মাধ্যমে মিতু ও হযরত আলীর তালাক সম্পন্ন হয়। এর মধ্যে হযরত আলী বিদেশে চলে যায় এবং মিতুর সাথে ফোনে যোগাযোগ রাখে। ২০১৭ সালের জুন মাসে আবার দেশে ফিরে আসে। ওইবছরের ২৩ জুলাই রাতে হযরত আলী ও তার বন্ধুদের মিতুদের বাড়ীতে খেতে আসার কথা ছিল। ওইদিন রাত ৯টার দিকে হযরত আলী মোবাইল ফোনে মিতুকে তার বন্ধুদের তাদের বাড়ীর সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য বলে । হযরত আলীর বন্ধুদের এগিয়ে আনতে গিয়ে দীর্ঘ সময় পরেও মিতু ফিরে না আসায় তার মা রাবেয়া বেগম এগিয়ে গিয়ে এলাকার আবদুর রহমানের ঘরের দক্ষিণে পুকুর পাড়ে মিতুর গলাকাটা মরদেহ দেখতে পান। মিতুর মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত মিতু আক্তারের মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় নিহত মিতুর মা রাবেয়া বেগম  ২৪ জুলাই ২০১৭ তারিখে হযরত আলীকে আসামী করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামীকে হযরত আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলাটি তদন্ত করার দায়িত্ব পান  হাজীগঞ্জ থানায় কর্মরত  উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন। তিনি তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির স্বীকারোক্তি, ১৯ জনের সাক্ষ্য ও  মামলার নথিপত্র পর্যালোচনা শেষে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২)- এর বিচারক সাহেদুল করিম আজ এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে আসামী মো. হযরত আলী (৩০) কে মৃত্যুদন্ড ও একলাখ টাকা জরিমানা এবং অপর ধারায় সাতবছরের কারাদন্ড দিয়েছে আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat