ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৫৪৩৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেজিষ্ট্রেশন: প্রাইভেট লিমিটেড কোম্পানী রেজিষ্ট্রেশন, পাবলিক লিমিটেড কোম্পানী রেজিষ্ট্রেশন, জয়েন্ট ভেঞ্জার কোম্পানী রেজিষ্ট্রেশন, পার্টনারশীপ ফার্ম রেজিষ্ট্রেশন, ১০০% ফরেইন কোম্পানী রেজিষ্ট্রেশন, ক্লাব রেজিষ্ট্রেশন, লিয়াজো অফিস রেজিষ্ট্রেশন, ট্টেড অর্গানাইজেশন টিও/এসোসিয়েশন চেম্বার অব কমার্স রেজিষ্ট্রেশন, সোসাইটি রেজিষ্ট্রেশন, ফাউন্ডেশন রেজিষ্ট্রেশন, ট্টাষ্ট রেজিষ্ট্রেশন।

রিটার্ন ফাইলিং: কোম্পানী এজিএম, রিটার্ন ফাইলিং, শেয়ার ট্টান্সফার, কোম্পানী রিটার্ন অব এ্যালোটমেন্ট, অথোরাইজড ক্যাপিটাল ইনক্রিজ, কোম্পানী নাম পরিবর্তন, সোসাইটির নাম পরিবর্তন, ফাউন্ডেশন এর নাম পরিবর্তন, ট্টাস্ট এর নাম পরিবর্তন, পার্টনারশীপ ফার্ম এর নাম পরিবর্তন, কোম্পানীর অফিস টিকানা পরিবর্তন, সোসাইটির অফিস ঠিকানা পরিবর্তন, ফাউন্ডেশন এর অফিস ঠিকানা পরিবর্তন, ট্টাস্ট এর অফিস ঠিকানা পরিবর্তন, পার্টনারশীপ ফার্ম এর অফিস ঠিকানা পরিবর্তন, কোম্পানী উইন্ডিং আপ/বিলুপ্তিকরণ, পার্টনারশীপ ফার্ম উইন্ডিং আপ/বিলুপ্তকরণ, পার্টনারশীপ ফার্ম এর পার্টনার পরিবর্তন/পার্টনারশীপ ফার্ম রি-কনস্টিটিউট, সোসাইটি এজিএম, কমিটি পরিবর্তন, ব্যাংক লোন মর্গেজ সার্টিফিকেট, ব্যাংক লোন মোডিফিকেশন সার্টিফিকেট, ব্যাংক লোন স্যাটিসফেকশন সার্টিফিকেট।

সার্চ রিপোর্ট: কোম্পানীর পরিচালক এর সংখ্যা, শেয়ার পরিমান, লোনের পরিমান ইত্যাদিসহ সাচ রিপোর্ট। 
সার্টিফাইড কপিসমূহ: মেমোরান্ডাম সার্টিফাইড কপি, ইন কর্পোরেশন সার্টিফাইড কপি, পিডি/ফরম-১২ সার্টিফাইড কপি, সিডিউল-১০ সার্টিফাইড কপি, রিপার্ট অব এ্যলোটমেন্ট সার্টিফাইড কপি,  অথোরাইজড ক্যাপিটাল ইনক্রিজ সার্টিফাইড কপি এবং অন্যান্য সার্টিফাইড কপি।

অন্যান্য: আমদানি-রপ্তানি (আইআরসি-ইআরসি) লাইসেন্স, ইনডেন্টিং ফার্ম রেজিষ্ট্রেশন, ক্লিয়ারিং ফরোয়াডিং (সিএন্ডএফ) রেজিষ্ট্রেশন, ফ্রেইড ফরোয়ার্ডিং রেজিষ্ট্রেশন, বন্ড রেজিষ্ট্রেশন, বোর্ড অব ইনভেষ্টমেন্ট, সিকিউরিট এক্সচেঞ্জ কমিশন, বিএসটিআই রেজিষ্ট্রেশন, ফায়ার লাইসেন্স, এনভায়রণমেন্ট ক্লিয়ারেন্স, ট্টেড মার্ক রেজিষ্ট্রেশন।

ট্যাক্স ও ভ্যাট: টিআইএন সার্টিফিকেট (কোম্পানী, পার্টনারশীপ ফার্ম ও ব্যক্তি), ইনকাম ট্যাক্স রির্টান ফাইলিং (কোম্পানী, পার্টনারশীপ ফার্ম ও ব্যক্তি), ভ্যাট রেজিষ্ট্রেশন (কোম্পানী, পার্টনারশীপ ফার্ম ও ব্যক্তি), ভ্যাট রির্টান ফাইলিং (কোম্পানী, পার্টনারশীপ ফার্ম ও ব্যক্তি)।

ক্রয়-বিক্রয়: যে কোন পুরাতন কোম্পানী, পার্টনারশীট ফার্ম, সোসাইটি, ফাউন্ডেশন, ট্টাষ্ট এর ম্যানেজামেন্ট পরিবর্তন বা ক্রয়-বিক্রয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। 
জমি-জমা বিষয়ক: খাজনা, খারিজ, নামাজারী, মৌজা ম্যাপ, দাখিলা, পর্চা, ------ রাজউক ছাড়পত্র এবং প্ল্যান পাশে সহায়তা করা হয়।

                              ABC Legal Service

                                (A TRUSTED AND RENOUND CONSULTANCY FIRM OF BANGLADESH)


OFFICE: Kabbokos Bhaban (Opposite of Family Planning Office), Suit No-8/2, Kawran Bazar, Dhaka-1215. M: 01711 351 581, e-mail: advbarkot@gmail.com  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat