ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩২৪৩৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামে এ যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান। আজ সকাল সাড়ে ১০টায় এ যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএস-এর ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেন-এর প্যাকেট পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করেছে।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ  জানান, বাহামার এ নারী আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য বলে আমরা ধারণা করছি। ফলে প্রথম দিন কোনো লাগেজ ছাড়া বেরিয়ে হোটেলে চলে গেলেও তিনি আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স-এর নজরদারিতে ছিলেন। আজ লাগেজ নিতে এলে অত্যন্ত সতর্কতার সাথে তার লাগেজ স্ক্যান করলে ইউপিএস-এর ভিতর কৌশলে লুকানো ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি ধরা পড়ে।
আটক কোকেনের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা নেই জানিয়ে তাসলিম আহমেদ বলেন, অনেক দিন ধরে আমরা এ ধরণের বেশ কিছু যাত্রীর ওপর নজর রাখছি। আটক নারী কোনো মাদক পাচার চক্রের সদস্য হতে পারেন। আমরা চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat