ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের পর নিজের মাঝে অনেক বড় পরিবর্তন এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রণবীর জানান, বিয়ের পর তিনি নিজেকে যতটা না আলিয়ার জন্য বদলেছেন, তার থেকে অনেক বেশি আলিয়া নিজেকে বদলেছেন।
বিষয়টির ব্যাখা দিয়ে অভিনেতা জানান, ছোটবেলা থেকেই বাবা ঋষি কাপুরকে খুব উচ্চস্বরে কথা বলতে দেখেছেন তিনি। মায়ের সঙ্গে ঝগড়া হলেই বাবা উঁচু গলায় কথা বলতেন। যে বিষয়গুলো তাকে আতংকিত করত। বিয়ের পর এই বিষয়টি বুঝতে পেরেছেন আলিয়া। যে কারণে স্বামীর সামনে কখনো উঁচু গলায় কথা বলেননি তিনি। 
রণবীর বলেন, ‘আলিয়া খুব উঁচু গলায় কথা বলত। বেড়ে ওঠার সময় আমার বাবা (ঋষি কাপুরের) কথা বলার উচ্চ শব্দ আমার কানে আঘাত করতো। আমাকে শান্তি দেয়ার জন্য আলিয়া জোরে কথা বলা বন্ধ করে দেয়। নিজের জীবনের ৩০টা বছর এভাবে কাটিয়ে দেয়ার পর এই পরিবর্তন একেবারেই সহজ নয়।’ 

তিনি আরও বলেন,‘আমাদের মেয়ে রাহা যদি পড়ে যায়, সে সহজাতভাবেই প্রতিক্রিয়া দেয়। কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে। আমাকে শান্তি দেওয়ার জন্য এই স্বভাব বদলে নিয়েছে। আমাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য অনেক কিছু করেছে আলিয়া। সে তুলনায় আমি এত কিছু করিনি।’

অভিনেতা বলেন, ‘আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরে চিনি। ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ও আমার জন্য পারফেক্ট। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বোন হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে, ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে।’

অয়ন মুখোপাধ্যায়ের ২০২২ সালের ব্লকবাস্টার ফ্যান্টাসি ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র প্রি-প্রোডাকশনের সময় প্রেমে জড়ান রণবীর-আলিয়া। ২০২২ সালে মুম্বাইয়ের বাড়িতে বিয়ের গাঁটছড়া বাঁধেন তারা। সেই বছরের শেষের দিকে তারা কন্যা রাহা কাপুরের বাবা-মা হন এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat