ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৪৪৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় বিক্ষোভ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সমাজতান্ত্রিক এই নেতা বলেছেন, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে আরো গতি, আরো দক্ষতা এবং আরো কঠোর হওয়ার জন্যে আমি রাষ্ট্রের সকল শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।
ভেনিজুয়েলায় গত ২৮ জুলাইয়ের নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মি. মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। এ সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে দুহাজারেরও বেশি লোককে।
মাদুরো হতাহতের জন্যে বিরোধী দলকেই দায়ী করেছেন।
তিনি বলেছেন, কোথায় এই সহিংসতার বুদ্ধিজীবী লেখক, কোথায় এই সহিংসতার অর্থদাতা এবং এর পরিকল্পনাকারী?
ভেনিজুয়েলায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো এবং মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া নিরাপত্তার স্বার্থে আত্মগোপনে রয়েছেন।
তাই মাদুরো জানতে চেয়েছেন, কোথায় এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া? তিনি কি পালিয়েছেন? মিসেস মাচাদো, কে হত্যার হুকুম দিয়েছে?
এদিকে মাচাদো শনিবার  ভেনিজুয়েলা ও বিশ^জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat