ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৪৩৪৫৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের একটি মন্দিরের আতশবাজি প্রদর্শনীতে এক ভয়ঙ্কর বিস্ফোরণে দেড় শতাধিক আহত হয়েছে বলে ভারতীয় পুলিশ মঙ্গলবার জানায়।

আহতদের মধ্যে ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের আটজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।

মুম্বাই থেকে এএফপি এ খবর জানায়।

ভারতীয় সংবাদপত্রগুলো পোস্ট করা ভিডিওগুলোতে সোমবার সন্ধ্যায় কেরালার দক্ষিণ রাজ্যের নীলেশ্বরমে এক হিন্দু মন্দিরের চারপাশে বিপূল সংখ্যক লোককে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় করতে দেখা যায়। একটি ভবনের ভেতর থেকে বিষ্ফোরণের আওয়াজ শোনার পরপরই একটি অগ্নিশিখার কুন্ডলি উঁচু হয়ে আকাশে দিকে ওঠে।

স্থানীয় পুলিশ প্রধান শিল্পা দিভাইয়া এএফপিকে বলেন, ‘আটজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এদের ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আতশবাজি গুদামের খুব কাছে আতশবাজি ফাটানো হচ্ছিল ফাটানো পটকা থেকে স্ফুলিঙ্গ গুদামে পৌঁছয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের কারণে ভিড়ের মধ্যে থাকা ব্যক্তিদের মুখ ও হাত পুড়ে গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা কে. ইনবাশেখর বলেন, আতশবাজি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে, মন্দিরের সভাপতি ও সেক্রেটারিকে  হেফাজতে নেওয়া হয়েছে।

ভারতে ধর্মীয় জমায়েতে নিরাপত্তা লঙ্ঘন এবং দুর্বল ভিড় ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মারাত্মক ঘটনার ভয়াবহ রেকর্ড রয়েছে।

২০১৬ সালে, হিন্দু নববর্ষ উপলক্ষে একটি মন্দিরে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের কারণে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়।

ভারত প্রধান আতশবাজির মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহের শেষের ঐতিহ্যবাহী হিন্দু উৎসব দীপাবলি উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat