ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ২৩৪৩৪৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আগামী দিনে দেশের সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁও এলাকার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আর ইচ্ছামত শুল্ক আরোপ করতে পারি না। তাই আমরা ধীরে ধীরে এই শুল্ক কমাব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মূল ক্ষেত্র হিসেবে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর ওপর জোর দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘সকল শুল্ক বিষয় বাণিজ্য সুবিধার প্রতি লক্ষ্য রেখে করা উচিত, রাজস্ব সংগ্রহের জন্য নয়।’

আব্দুর রহমান বলেন, যে কোনো শুল্ক হ্রাস বা আরোপ জাতীয় স্বার্থের জন্য করা হয়।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,‘আমরা কেবল রাজস্ব আদায় বাড়ানোর জন্য শুল্ক বৃদ্ধি করব না, স্থানীয় শিল্পের সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্যই এটি করা হবে।’

মো. আব্দুর রহমান খান বলেন, করদাতাদের জন্য কর ব্যবস্থা আরও সুবিধাজনক করতে এনবিআর কাজ করছে।

তিনি আশ্বাস প্রদান করে বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, আপনারা যাতে নিপীড়নের শিকার না হন।’

ভ্যাট হার সম্পর্কে তিনি বলেন, যদি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান একমত হয়, তাহলে এনবিআর একক ভ্যাট হারের দিকে অগ্রসর হবে।

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন বাজেটে কর্পোরেট করের হার যৌক্তিক করা হবে। 

ট্যাক্স ফাইল অডিট সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, সিস্টেমের সম্পূর্ণ অটোমেশন না হওয়া পর্যন্ত, আয়কর ও ভ্যাট ফাইলের জন্য অডিট বাছাই বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, অটোমেশন সম্পন্ন হলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অডিট বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat