ব্রেকিং নিউজ :
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এডিবির বিনিয়োগ জলবায়ু সংকটকে তীব্র করছে: মোংলায় বক্তারা নাটোরের সিংড়ায় যানজট নিরসনে যানবাহনের লাইসেন্স প্রদান আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা জরুরি: বাংলা একাডেমির মহাপরিচালক সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ২৩৪৩৪৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আগামী দিনে দেশের সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁও এলাকার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আর ইচ্ছামত শুল্ক আরোপ করতে পারি না। তাই আমরা ধীরে ধীরে এই শুল্ক কমাব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মূল ক্ষেত্র হিসেবে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর ওপর জোর দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘সকল শুল্ক বিষয় বাণিজ্য সুবিধার প্রতি লক্ষ্য রেখে করা উচিত, রাজস্ব সংগ্রহের জন্য নয়।’

আব্দুর রহমান বলেন, যে কোনো শুল্ক হ্রাস বা আরোপ জাতীয় স্বার্থের জন্য করা হয়।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,‘আমরা কেবল রাজস্ব আদায় বাড়ানোর জন্য শুল্ক বৃদ্ধি করব না, স্থানীয় শিল্পের সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্যই এটি করা হবে।’

মো. আব্দুর রহমান খান বলেন, করদাতাদের জন্য কর ব্যবস্থা আরও সুবিধাজনক করতে এনবিআর কাজ করছে।

তিনি আশ্বাস প্রদান করে বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, আপনারা যাতে নিপীড়নের শিকার না হন।’

ভ্যাট হার সম্পর্কে তিনি বলেন, যদি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান একমত হয়, তাহলে এনবিআর একক ভ্যাট হারের দিকে অগ্রসর হবে।

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন বাজেটে কর্পোরেট করের হার যৌক্তিক করা হবে। 

ট্যাক্স ফাইল অডিট সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, সিস্টেমের সম্পূর্ণ অটোমেশন না হওয়া পর্যন্ত, আয়কর ও ভ্যাট ফাইলের জন্য অডিট বাছাই বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, অটোমেশন সম্পন্ন হলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অডিট বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat