মাত্র ৬ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এমন বিপদ থেকে দলকে টেনে তোলেন টিম রবিনসন। দুর্দান্ত এক সেঞ্চুরিতে কিউইদের শক্ত পুঁজি এনে দেন তিনি। তবে রবিনসনের সেঞ্চুরি বৃথা করে মারকুটে ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন মিচেল মার্শ।
বে ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন রবিনসন। তার ইনিংসটি ৬ চার ও ৫ ছয়ের সাহায্যে সাজানো ছিল।
এছাড়া ড্যারিল মিচেল ২৩ বলে ৩৪ ও বেভন জ্যাকবস করেন ২১ বলে ২০ রান। অজিদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন বেন দারসুইস। এছাড়া ম্যাট শর্ট ও জশ হ্যাজলউড নেন একটি করে উইকেট।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪৩ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মার্শ। এই ইনিংসেই জেতেন ম্যাচসেরার পুরস্কার। ১৮ বলে ৩১ রান করেন ট্রাভিস হেড। এছাড়া শর্ট ২৯ ও টিম ডেভিডের ব্যাট থেকে আসে ২১ রান।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ড। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে।