ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪২৫৩৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরের সময় দেশটির কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র উপহার দিয়েছেন। 

নিউজিল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল গত জুলাইয়ে নিউজিল্যান্ডে একটি স্থায়ী গোয়েন্দা অফিস উদ্বোধনের জন্য দেশটি সফর করেন। ওই সময় তিনি সরকারের ঊর্ধ্বতন মন্ত্রীদের পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার রিচার্ড চেম্বারস বুধবার জানিয়েছেন, তিনি প্যাটেলের কাছ থেকে একটি ‘চ্যালেঞ্জ কয়েন ডিসপ্লে স্ট্যান্ড’ পেয়েছেন, যার মধ্যে একটি অকেজো প্লাস্টিকের ৩ডি-প্রিন্টেড রেপ্লিকা বা প্রতিরূপ পিস্তল রয়েছে।

তিনি বলেন, ‘পরদিনই আগ্নেয়াস্ত্র নিরাপত্তা কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হয় এবং উপহারগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে সেদিনই নিরাপদে সংরক্ষণ করা হয়।’

‘যদিও উপহার হিসেবে দেওয়া অবস্থায় এগুলো অকেজো ছিল। তবে পুলিশ অস্ত্রাগার ও আগ্নেয়াস্ত্র নিরাপত্তা কর্তৃপক্ষের পর্যালোচনায় দেখা গেছে, কিছু পরিবর্তনের মাধ্যমে এগুলো ব্যবহার করা সম্ভব ছিল।’

এই ধরনের অন্য দুটি পিস্তল নিউজিল্যান্ডের দুই গোয়েন্দা সংস্থার প্রধান অ্যান্ড্রু হ্যাম্পটন ও অ্যান্ড্রু ক্লার্ককে উপহার দেওয়া হয়।

চেম্বারস বলেন, নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে, প্রতিরূপ পিস্তলগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী, উপহারগুলো পরদিনই নিউজিল্যান্ড পুলিশকে হস্তান্তর করা হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘পুলিশের আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞদের মূল্যায়নের পর, উপহারগুলো পুলিশ সংরক্ষণে রাখা হয়েছে।’

২০১৯ সালে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পর নিউজিল্যান্ড তাদের আগ্নেয়াস্ত্র আইন কঠোর করেছে।

নিউজিল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat