ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্কুলে আসতে দেরি, প্রিন্সিপালসহ ৫ শিক্ষক বহিস্কার

আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল। নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ দশা তাদের। অবশ্য তা নিয়ে শিক্ষকদের কোনও চিন্তা নেই। তাঁরা দুলকিচালে রোজ স্কুলে আসেন-যান, নিয়মকানুনের তোয়াক্কা না করে। হেলেদুলে  করে পড়ান। মাস গেলে মাইনেটা ঠিক বুঝে নেন। তবে বেশিদিন এভাবে চালিয়ে আর কতদিনই বা পার পাওয়া যায় ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অভিযুক্ত শিক্ষকদের শাস্তিও দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয় তাদের।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলের। মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মার বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুল আসতেন। পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারে তেমন নজর দিতেন না।   অভিভাবকরা অভিযোগ করতে পাত্তা দিতেন না তাতেও।

অভিযোগ পেয়ে নড়চড়ে বসেন কর্মকর্তারা। তদন্ত করে ওই পাঁচজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত পাঁচজনকেই সাসপেন্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না। এটার বদল দরকার।

আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে। দেখা হচ্ছে স্কুলে যাতে পড়াশোনা ব্যাহত না হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat