ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে
বিশেষ প্রতিবেদক :মোঃ নুর উদ্দিন:- মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে রয়েছে। বাড়ির মূল ফটকে ১০-১২ জন পুলিশ সদস্যকে পাহারারত দেখা গেছে। রোববার (০২ এপ্রিল) দুপুরে বাগানবাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ওখানে থাকা দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর সৈয়দ নাসির উদ্দিন  বলেন, বাড়িটি এখনো মালিকের কাছে হস্তান্তর করা হয়নি।এদিকে উৎসুক জনতা ওই বাগানবাড়িটি দেখার জন্য দল বেধে আসছেন শনিবার বিকেলে এমনই চিত্র দেখা গেছে নাসিরপুরে গিয়ে। বুধবার (২৯ মার্চ) ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর এই আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত/আটজনের মরদেহের অংশ’ পাওয়া যায় বলে জানায় পুলিশ।ঘটনাটি সব অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হতে থাকে। সেই সুবাদে বাগানবাড়িটি দেখার জন্য মানুষের মনে কৌতুহল জাগে। আর তাই অপারেশন হিট ব্যাকের পর নাসিরপুরের ওই জঙ্গি আস্তানা দেখতে আসে আশপাশের এলাকার মানুষ।নাসিরপুরের বাগানবাড়ির সেলফি তোলায় ব্যস্তপার্শ্ববর্তী শেরপুর থেকে আসা কলেজছাত্র আলী হোসেন বলে, যখন থেকে জঙ্গি আস্তানা নিয়ে সংবাদ দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো বাড়িটি সরাসরি দেখবো, তাই চলে এসেছি।সরকারবাজার থেকে বাইসাইকেল চালিয়ে আসা বিমল দেবনাথ বলেন, এই এলাকায় এতো সুন্দর বাড়ি আছে জানতাম না। যদিও বাড়িটি দেখতে একটু ভয় লাগছে তবুও সেলফি তুললাম।পাশের বাড়ির সবুজ আহমেদও এসেছিলেন ওখানে। তিনি বলেন, বাগানবাড়িতে অভিযান শুরুর পর আমার দায়িত্ব ছিলো এখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদের চা-নাস্তা দেওয়া। সেই সুবাদে এই বাড়িতে এখনো আমাকে বারবার আসতে হচ্ছে।জনমানব শুন্য বাগানবাড়ি দেখতে আসা লোকজন একে অপরের সঙ্গে সতর্কতা আর সচেতনতা নিয়ে কথা বলছিলেন, আবার কাউকে কাউকে বাড়ির ছবি মোবাইলে ধারন আর সেলফি তোলায় ব্যস্ত থাকতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat