ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৩
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে ম্যানেজারসহ আরো ৪ জনের মৃত্যু
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-দিনাজপুরে ভয়াবহ বয়লার বিস্ফোরণে মিলের ম্যানেজারসহ আরো ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। বুধবার দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে যমুনা অটোরাইস মিলের ভয়াবহ বয়লার বিস্ফোরণে রোববার আরো ৪ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান মিলের ম্যানেজার রনজিৎ বসাক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ শ্রমিক উদয় ও শফিকুল। রোববার দুপুরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক দেলোয়ার। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাম জানান, মৃত ২ জনের শরীরের প্রায় ৯১ শতাংশ দগ্ধ ছিলো। চিকিৎসাধীন ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক। এরা হচ্ছে মুন্না, শরিফুল, মুকুল, এনামুল, সাইদুল, বাদল, বীরেন, মোকছেদ ও আনিছুর।     দিনাজপুরে পরিবহন আইন বাতিলের দাবীতে মানববন্ধন   আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-  দিনাজপুরে রোববার ট্রাক ও মোটর পরিবহন মালিক-শ্রমিক যৌথভাবে সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে মানববন্ধন করেন ট্রাক মালিক ও শ্রমিক এবং মোটর পরিবহন মালিক ও শ্রমিক ঐক্যপরিষদ। দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, জেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী (সাদা), ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, শ্রমিক নেতা এনামুল হক, মানিকুল ইসলাম মানিক, খন্দকার নয়ন, বিপ্লব কুমার, ফারুক আহমেদ, তৈয়ব আলী, আব্দুস সামাদ আলী, মোঃ মুন্না প্রমুখ। শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন বাতিল না করা হলে পরিবহন শ্রমিক-মালিকেরা সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। সময় থাকতে সরকারকে কালো আইন বাতিলের দাবী জানানো হয়।   আসামী ছিনতাইয়ের ঘটনায় দিনাজপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার   দিনাজপুর প্রতিনিধি:- আসামী ছিনতাইয়ের অভিযোগে দিনাজপুর পৌরসভার কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, শনিবার রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ১ গাজা ব্যবসায়ীকে আটকের সময় পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ আসামীকে ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ পৌর কাউন্সিলর অরেঞ্জকে গ্রেফতার করে এসআই আতিক বাদী হয়ে কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৩ জন আসামী পলাতক রয়েছে। রোববার সকালে কাউন্সিলর অরেঞ্জকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।     সাবেক এমপির বড় ভাই খোরশেদ আলম বাবুর ইন্তেকাল ॥ প্রেসক্লাবের শোক   আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-  সাবেক এমপি মরহুম আনিসুল হক রেজুর বড় ভাই খোরশেদ আলম বাবু (দাদাভাই নামে পরিচিত) দিনাজপুর শহরের ক্ষেত্রিপাড়ার নিজ বাসভবনে রোববার সকাল ৯টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তাঁর বযস হয়েছিল ৮০ বছর। তিনি মরহুম সলিমউদ্দীন আহমেদের পুত্র ছিলেন। ২ ভাই হচ্ছেন আমিনুল হক রঞ্জু, নাসিরুল হক রুস্তম। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে যান। আজ সোমবার সকাল ১১টায় ছয়রাস্তামোড় ঈদগাহ মাঠে জানাজা এবং ছানাপীর গোরস্তানে দাফন কার্য সম্পন্ন করা হবে। জানাজা ও দাফন কার্য্যে অংশ নেয়ার জন্য মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে সময়মত উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারবর্গ। তাঁর মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল গভীর শোক প্রকাশ করেছেন।     কমলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান জুয়েল উন্মুক্ত বাজেট সভা হচ্ছে ইউনিয়নবাসীর উন্নয়ন ও আশা-আকাঙ্খার প্রতিফলন   আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-  ২৩ এপ্রিল রোববার দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত কমলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৭-২০১৮ অর্থবছরে উন্মুক্ত বাজে ঘোষনা করা হয়। ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান সরকার (জুয়েল) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য-সদস্যা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে পরিষদের বাজেট ঘোষনা করেন। উন্মুক্ত বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিয়ন পরিষদ সচিব সুশীল চন্দ্র দাস। বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে সভার সভাপতি ও ১০ নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান সরকার বলেন, উন্মুক্ত বাজেট সভা হচ্ছে ইউনিয়নবাসীর উন্নয়ন ও আশা-আকাঙ্খার প্রতিফলন। ইউনিয়নের উন্নয়নে ইউনিয়নবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে এক বছর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার একটি দলিল। তিনি বাজেট ঘোষনা করতে গিয়ে বলেন, ২০১৭-১৮ সালের বাজেট ধরা হয়েছে আয় এক কোটি দুই লক্ষ ৪৫ হাজার টাকা এবং ব্যয়ের খাতেও দেখানো হয়েছে তাই। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, ড্রেন, পানি, রাস্তাঘাটের উন্নয়ন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদানসহ আর্থিক অনুদান, নারীদের স্বাবলম্বী করার বিষয় অর্থ বরাদ্দসহ ১০ নং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে জনগণের সহযোগিতা কামনা করছি। বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশ নেন মাদ্রাসার শিক্ষক মোঃ নুরুল আমিন, বিজয় চন্দ্র, আলহাজ্ব তোজাম্মেল হক মাস্টার, রুহুল আমিন মাস্টার, পল্লীশ্রীর কমলপুর ইউনিটের ম্যানেজার মোঃ মোস্তফা কামাল। বাজেট অধিবেশনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্য-সদস্যাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat