ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একের পর এক দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন রকিবুল হাসান
স্পোর্টস ডেস্ক: –জাতীয় দলের বাইরে আছেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে একের পর এক দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন রকিবুল হাসান। গত মৌসুমে তাঁর ব্যাট থেকেই এসেছিল সবচেয়ে বেশি রান। আর আজ রকিবুল খেলেছেন রেকর্ডগড়া ইনিংস। করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি, ১৯০ রান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ম্যাচে দেখা গেছে রানের বন্যা। শুরুতে ব্যাটিং করে আবাহনী করেছিল ৩৬৬ রান। শতক করেছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যক্তিগত প্রাপ্তির দিক দিয়ে তাঁদের ছাড়িয়ে গেছেন রকিবুল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ১৩৮ বলে ১৯০ রানের অসাধারণ এক ইনিংস। মেরেছেন ১৭টি চার ও ১০টি ছয়। তবে দলকে অবশ্য জেতাতে পারেননি তিনি। শেষপর্যন্ত ২৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। ৩৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের ইনিংস শেষ হয়ে গেছে ৩৩৯ রানে।২০১৩-১৪ মৌসুম থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল বাংলাদেশের ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেট লিগ। তারপর থেকে টানা দুটি মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন দুই বিদেশি ক্রিকেটার রবি বোপারা (২০১৩-১৪ মৌসুমে ১৫৭) ও চামারা কাপুগেদারা (২০১৪-১৫ মৌসুমে ১৬১)। ২০১৫-১৬ মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল তামিম ইকবালের। ১৪২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটিও তামিমের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন ১৫৪ রান।আন্তর্জাতিক ক্রিকেটের হিসাবে তামিমের সেই রেকর্ডটি এখনো অক্ষুন্ন থাকলেও লিস্ট ‘এ’ ক্রিকেটের হিসাবে তামিমকে টপকেই গেলেন রকিবুল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডে এখন থেকে লেখা হবে রকিবুলের নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat