ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার বিকেলে ডিএমপির এ নির্দেশনা বিমানবন্দরে পৌঁছেছে। এর পর থেকে তৎপরতা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ । সোমবার দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, ‘তারা দেশের ভেতর আছে, পালিয়ে যায়নি। তারা দেশ ছেড়ে যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর পুলিশকে আগে থেকেই মৌখিকভাবে জানানো হয়েছে।বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আসামিদের ছবি, নাম-ঠিকানা ও নির্দেশনা পাওয়ার পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন পুলিশ। একই সঙ্গে আসামিরা নিজেদের চেহারা পরিবর্তন করে সম্ভাব্য যে রূপ ধারণ করতে পারে তার ছবিও দেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সরকারের সবগুলো গোয়েন্দা সংস্থাকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে আসামিদের শনাক্ত করতে। কোনোভাবেই যেন তারা ইমিগ্রেশন পার হতে না পারে। সোমবার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘বিমানবন্দরের মতো সীমান্ত এলাকাতেও এ নির্দেশনা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কেননা, ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে বিশেষভাবে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ৬ মার্চ বনানী থানায় মামলা করেন দুই ভুক্তভোগী। মামলার পর আসামিরা আত্মগোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat