একমাত্র খালাসই ছিল আমার পিতার জন্য ন্যায়বিচার : মাসুদ সাঈদী
নিজস্ব প্রতিনিধি:- যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) দুটি আবেদনই খারিজ করে আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বেলাল।
সোমবার সকালে তার বাবার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, একটাই তো কথা, ন্যায়বিচার পেলাম না, ন্যায়বিচার হলো না।একদিনের সাজাও কাম্য ছিল না। একমাত্র খালাসই ছিল আমার পিতার জন্য ন্যায়বিচার। এর আগে সোমবার সকাল ৯টা ৮মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে সাঈদীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শুরু হয়। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এর আগে গত ৬ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সাঈদীর রিভিউ শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন। রবিবার প্রথম দিনের মতো এ বিষয়ে শুনানি হয়।