ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিমা বিশ্বের ওপর হামলা চালাতে জঙ্গিদের ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: – পশ্চিমা বিশ্বের ওপর হামলা চালাতে জঙ্গিদের উদ্দেশে প্ররোচনামূলক ভিডিও প্রকাশ করেছে সাবেক আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা-বিন লাদেন। রবিবার ভিডিওটি প্রকাশ করা হয়। আরবি ভাষায় প্রকাশিত ভিডিওটিতে রয়েছে ইংরাজি সাব-টাইটেল। ১০ মিনিটের ওই ভিডিওতে হামজা তার অনুসারীদের উদ্দেশে বলে, ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে আত্মঘাতী হামলা চালিয়ে পাশ্চাত্য দেশগুলোর বুকে হৃদকম্পন তৈরি করতে হবে। হামজা যখন কথা বলছিলেন তখন পাশ্চাত্যের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার বেশ কিছু ছবি ভেসে ওঠে। এদিকে, সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা দাবি করেন, বাবার হাতে তৈরি জঙ্গিগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং পিতৃহত্যার প্রতিশোধ নিতে নিজেকে তৈরি করছেন হামজা। নাইন-ইলেভেনের পর আল-কায়েদা নিয়ে তদন্তের মুখ্য দায়িত্বে ছিলেন এফবিআইয়ের সাবেক এই কর্মকর্তা, আলি সুফান। পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের পর লাদেনের আস্তানা থেকে কয়েকটি ব্যক্তিগত চিঠি উদ্ধার করেছিল মার্কিন নেভি সিল। সম্প্রতি সেগুলো প্রকাশ করেছে এফবিআই। ওসামাকে লেখা হামজার চিঠিগুলোর ভাষ্য থেকেই স্পষ্ট, বাবার প্রতি বরাবরই অনুরক্ত ছিলেন তিনি। ২০১১ সালে বিল ওসামাকে মারার সময় তার বয়স ছিল ২২। সুফানের দাবি, বর্তমানে ২৮ বছর বয়সী তরুণ হামজা নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন। তার বয়স যখন অনেকটাই কম, কিশোর সেই হামজার মুখ আল কায়েদার প্রচার-ভিডিও, পোস্টারে ব্যবহার করা হতো। হামজার হাতে ধরা থাকত বন্দুক। চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাষ্ট্র তাকে ‘বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক জঙ্গি’ বলেছে। তার বাবা ওসামাকেও একই তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন। গত দুই বছরে হামজার কণ্ঠে চারটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat