ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৬
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২২ টাকা দামের একদিন বয়সী পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ১১০ টাকায়
নিজস্ব প্রতিনিধি:- ২২ টাকা দামের একদিন বয়সী পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুরগির খাদ্যের দামও। হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে দেশের ৫০ লাখ খামারি পড়েছেন বিপাকে। খামার প্রকল্পকে বাঁচিয়ে রাখতে সরকার দাম বেঁধে দিলেও তা মানছেন না সিপি-কাজীসহ হ্যাচারি মালিকরা। যার প্রভাবে বাধ্য হয়েই নিজেদের খামার বন্ধ করে দিচ্ছেন অনেকে। তাতে দিন দিন বাড়ছে বেকারত্ব। আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগরের হুমায়ুন রশিদ চত্বরে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ সিলেট বিভাগ আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে এসব তথ্য উপস্থাপন করেন পোলট্রি খামারিরা।এ সময় সিলেট বিভাগের চার জেলার সহস্রাধিক খামারি উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।মানববন্ধন চলার সময় এক সমাবেশে বক্তব্য দেন পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের বিভাগীয় সমন্বয়ক ফয়েজ রাজা চৌধুরী, সদস্য সচিব জাহেদুল হক, সিলেট জেলা সভাপতি হোসেন আহমদ বাবু, মৌলভীবাজার জেলা সভাপতি শেখ মাহমুদুল হাসান, হবিগঞ্জ জেলা সভাপতি কাওছার আহমদ শামীম, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানসহ বিভাগের সব উপজেলার নেতারা। খামারিরা জানান, বাজারে বর্তমানে প্রতিটি লেয়ার মুরগির বাচ্চা ১০০ থেকে ১১০ টাকা, ব্রয়লার ৬৫ থেকে ৭০ টাকা, কক ২৮ থেকে ৩০ টাকা এবং সোনালি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আগে ব্রয়লার ও লেয়ার বাচ্চা ৩০ থেকে ৩২ টাকা, কক ৯ থেকে ১০ টাকা এবং সোনালি ১২ থেকে ১৩ টাকা দরে বিক্রি হতো। খামারিরা আরো জানান, ডিমের মূল্য, ডিম থেকে মুরগির বাচ্চা এবং অন্যান্য বিনিয়োগের লাভসহ একটি বাচ্চার উৎপাদন খরচ সর্বোচ্চ ২২ টাকা পড়ে। তারপরও উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মকর্তা ও বিশেষজ্ঞ দিয়ে ব্রয়লারের একদিনের বাচ্চা ৩০ টাকা ও লেয়ার ৩২ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু জনস্বার্থ না দেখে হ্যাচারি মালিকরা তার বিপরীতে অবস্থান নেন। যে কারণে গ্রাহক পর্যায়েও ডিম এবং মুরগির মাংসের দামও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া গত এক বছরে দেশি-বিদেশি হ্যাচারি মালিকরা পাঁচ হাজার কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছেন খামারিদের কাছ থেকে। পোলট্রি খামার রক্ষা পরিষদের বিভাগীয় সমন্বয়ক ফয়েজ রাজা চৌধুরী বলেন, খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মাথার ঘাম পায়ে ফেলে ডিম ও মাংস উৎপাদন করছেন। কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে ঋণ ও সুদের জালে আটকা পড়ছেন। হ্যাচারি মালিকরা অল্প দিনে কোটিপতি হয়ে যাচ্ছেন। সরকারকে আগের নির্ধারিত মূল্যে বাচ্চা সরবরাহ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।সদস্য সচিব জাহেদুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেক বাড়ির আঙিনায় খামার সৃষ্টি করে, নিজ নিজ কর্মসংস্থান সৃষ্টি কর। তাঁর এমন কথায় অনুপ্রাণিত হয়ে দেশের শিক্ষিত যুবসমাজ পোলট্রি খামার সৃষ্টি করেছিল। আজ দেশি-বিদেশি কয়েকটি কোম্পানি বাচ্চা মুরগির দাম বাড়িয়ে এই খামারিদের বেকার করার ষড়যন্ত্র করছে। তাই যুবসমাজ কিংবা খামারিদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। সূত্র ঃ এনটিভি অনলাইন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat