বেগম জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি,ন্যাক্কারজনক ও নিন্দনীয়

নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের কার্যালয়ে এ ধরনের অনৈতিক তল্লাশি ন্যাক্কারজনক ও নিন্দনীয়।
শনিবার এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলেও অভিমত প্রকাশ করেন।এ ধরনের হয়রানিমূলক তল্লাশির তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, সরকার প্রকৃত অর্থে তাদের অনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষে সমগ্র দেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। সরকারকে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।