
নিজস্ব প্রতিনিধি:- শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় এবার বাণিজ্যিকভাবে লিচু চাষ হয়েছে। লিচুর ভালো দাম থাকায় চাষিরাও খুশি।
লিচু চাষি উসমান মিয়া বলেন, ‘এখানে উৎপাদিত লিচু পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে। এবার লিচুর ফলন ভাল হয়েছে। দামও আশানুরুপ পাওয়া যাচ্ছে। প্রত্যেকেই ২০ থেকে ১০০ লিচুর চারা লাগিয়ে বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছি। এ লিচু ক্ষেতে সুস্বাদু, মিষ্টি ও গুনগত মান খুবই ভালো।’
কৃষি কর্মকর্তা কোরবান আলী জানান, এই উপজেলার মাটি লিচু চাষের উপযোগী হওয়ায় দিন-দিন মানুষ লিচুর চাষে ঝুঁকে পড়ছে। বাণিজ্যিকভাবে লিচু চাষ পুরো দমে শুরু হলে এখানকার বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাবে।