তলোয়ার হাতে নিয়ে গানের তালে তালে নেচেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :– সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে যোগ দিয়ে শুধু ব্যবসায়িক আর রাষ্ট্রীয় কাজে মগ্ন না থেকে তলোয়ার হাতে নিয়ে গানের তালে তালে নেচেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিভিন্ন জাতীয় দিবসে এবং বিশেষ রাষ্ট্রীয় অতিথির আগমনে প্রশাসন ভিন্নধর্মী ‘সোর্ড ড্যান্স’ বা ‘তলোয়ার নৃত্যের’ আয়োজন করে থাকে।তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথমবারের মতো সৌদি সফরে তাকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই একটি হিসেবে অনুষ্ঠিত হয় ‘আর্ধা’ নামের এই ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্য।রাজকীয় নৈশভোজের জন্য ট্রাম্প শনিবার সন্ধ্যায় মুরাব্বা প্রাসাদে পৌঁছালে সাদা লম্বা আলখাল্লা পরিহিত কয়েকশ’ সৌদি পুরুষ তাকে সারি ধরে ঘিরে ফেলে। তারপর বিশেষ অতিথির সম্মানে শুরু হয় নাচ।এই আয়োজনে আনন্দে হাসতে হাসতে ট্রাম্পও তলোয়ার হাতে নাচে অংশ নেন। কেননা বিশেষ অতিথির ওই নাচে অংশ নেয়া বাধ্যতামূলক।ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশাহ সালমানসহ ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, বাণিজ্যমন্ত্রী উইলবার রস সহ আরও অনেকে তলোয়ার উঁচিয়ে নাচে যোগ দেন।এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ইস্যুটির আলোচনার মোড় শত্রুতা থেকে অংশিদারিত্বের দিকে ঘুরতে শুরু করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।সৌদি সফরের প্রথম দিনই দেশটির সরকারের সঙ্গে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি সই করেন ট্রাম্প।এছাড়াও বেশ কিছু বিনিয়োগ চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে, যার মধ্য দিয়ে হাজারো মানুষের কর্ম সংস্থান হবে বলে আশা করা হচ্ছে।