
বিনোদন ডেস্ক:-
কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়েও সাগরের পানিতে পা ভেজালেন না কনা। হোটেলের রুমে বসেই সাগর দেখেছেন। আজ রোববার বিকালে কক্সবাজার সরকারি কলেজের অনুষ্ঠানে গান করবেন তিনি। রবি ইউন্ডার মিউজিক আয়োজন করেছে অনুষ্ঠানটি।
কনা জানালেন, আজ সকালেই কক্সবাজার গেছেন তিনি। সঙ্গে আছে ছোট ভাই। বাদ্যযন্ত্রশিল্পীরা এখনো এসে পৌঁছাননি। তাই রুমের সামনে বারান্দায় বসে সাগর দেখছেন। সায়মন বিচ রিসোর্টে বসে তোলা সেলফি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।কনা আগেই জানিয়েছেন, এবার ঈদের আগে তার নতুন তিনটি মিউজিক ভিডিও আসবে। তার মধ্যে একটি নজরুলসংগীতও থাকবে।আর নতুন গান? কনা বললেন, ‘এত গান করে কী করব? প্রচার না হলে খারাপ লাগে। এখন এত এত গান হচ্ছে। এত গানের ভিড়ে ভালো গানগুলো হারিয়ে যায়। শ্রোতারা জানতেই পারেনা।’গত এপ্রিল মাসে ইউরোপ সফরে যাওয়ার আগে কনা বলেছিলেন, ঈদের পর হয়তো নিজের বিয়ের তারিখ জানাতে পারবেন। আজ বললেন, ‘মনে আছে। সব কিছু তো আর আমার হাতে না। আল্লাহ যখন স্থির করে রেখেছেন, তখনই হবে।’