নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাকিব হোসেন (১৭) ও আমজাদ হোসেন (৪০)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।