বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান হয়ত এখানেই অনন্য! দুর্দান্ত অ্যাকশনে যেমন মানানসই, তেমনি আবেগঘন অভিনয় করে দর্শকের চোখে জল আনা কিংবা বোকা-সোকা ভঙ্গিমায় দর্শকের মুখে হাসি ফুটিয়ে তোলা, সব কিছুতেই তিনি দক্ষ।
তার নতুন ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলারে এই বিষয়গুলো আবারও প্রমাণ করলেন সালমান খান। বৃহস্পতিবার (২৫ মে) মুক্তি পেয়েছে সালমান অভিনীত ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলার। এ ছবিতে তাকে বোকা এবং বেশ আবেগপ্রবণ চরিত্রে দেখা যাবে।এদিকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সালমান। কারণ ছবিটি তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পটভূমিতে।সালমান খান ট্রেলারে যুদ্ধক্ষেত্রে যেতে দেখা যাচ্ছে সালমানের নিজের ভাই সোহেল খানকে, যিনি ছবিতে অভিনেতার অনস্ক্রিন ভাইয়ের চরিত্রে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ছবিতে মৃত্যু হয় সোহেলের, এবং বেশ কিছু দৃশ্যে সেই যন্ত্রণা সালমানকে ফুটিয়ে তুলতে হয়েছে অভিনয় দিয়ে। কার্যত সেই অভিনয় সালমানকে ভেতর থেকে কোথাও নাড়া দিয়েছে। তাই হয়তো ছবিটির ডাবিংয়ের সময়ও একজন পেশাদার অভিনেতা হয়েও কেঁদে ফেলেছিলেন তিনি।এছাড়া ছবির ট্রেলারে দেখা গেছে প্রয়াত অভিনেতা ওম পুরীকে, যেটাও ভাইজানের কাছে মারাত্মক বেদনাদায়ক। কারণ একজন মানুষ ঘণ্টাখানেক আগে তাঁদের সঙ্গে শুটিং করে গিয়েছেন, তিনিই ঘণ্টাখানেক বাদে শুধুমাত্র একটি নশ্বর দেহ হয়ে গেছেন, সেটাও কোথায় যেন ধাক্কা দিয়েছে সালমানকে।ছবির ট্রেলারে সালমান সদ্য প্রয়াত বিনোদ খন্না এবং তাঁর অনস্ক্রিন মা রিমা লাগুকেও শ্রদ্ধা জানিয়েছেন।তবে ‘টিউবলাইট’ ট্রেলারে দেখা গেছে আরেকটি চমক। সেটি হলো ট্রেলারের একটি দৃশ্যে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকেও।