রাজধানীর নিউ মার্কেট এলাকার নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর নিউ মার্কেট এলাকার নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিউ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে সিএনএন বিডি ২৪.কমকে বলেন, রাত ৮টায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আশপাশ ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে। আরো দুটি পথে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। প্রয়োজনে ইউনিট আরো বাড়ানো হবে। তবে আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।