
নিজস্ব প্রতিনিধি:-
নিঃশ্বাস দূরত্বে চ্যাম্পিয়নস ট্রফি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচটাই খেলবে বাংলাদেশ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা। যার প্রথমটি আজ এজবাস্টনে শুরু হচ্ছে। প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের ফলাফল কী হবে, সেটা বলা যাবে ম্যাচ শেষেই। তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়ে দিলেন, যেকোনো দলের বিপক্ষেই জিততে পারে তাঁর দল। নিজেদের দিনে যেকোনো শক্তিশালী দলকেই হারিয়ে দিতে পারে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ পাকিস্তান সম্পর্কে প্রশংসাই ঝড়ল মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, ‘ইতিহাস দেখলেই বোঝা যাবে পাকিস্তান কতটা ভয়ঙ্কর দল। আমি মনে করি আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করলেও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে এই আসরে।’ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি ম্যাচের যৌক্তিকতা সম্পর্কে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের চেয়ে এখানকার উইকেট পুরোপুরি ভিন্ন। আর আমাদের গ্রুপটা যেহেতু কঠিন তাই ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ে যষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। দলের এই অর্জনে দারুণ খুশি মাশরাফি। ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করাটা অন্য রকম চ্যালেঞ্জের। তবে এখনই এত কিছু ভাবতে চান না মাশরাফি। তিনি বলেন, ‘আমরা র্যাংকিংয়ের ছয়ে উঠেছি। বিষয়টা আমাদের জন্য এখন চাপের। তবে দলের সবাই ভীষণ খুশি। এখন সামনে এগিয়ে যেতে চাই আমরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশের ভালো করাটা কঠিন, এটা মানছেন মাশরাফিও। তবে প্রতিপক্ষকে হুমকিই দিয়ে রাখলেন টাইগার অধিনায়ক। ‘নিঃসন্দেহে কঠিন একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে। কারণ আমাদের গ্রুপে সব দলই শক্তিশালী। তবে আমি এটা মনে করিয়ে দিতে চাই, নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের। আগামী ৩০ মে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করবেন মাশরাফিরা।