ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নায়করাজ রাজ্জাক এবার কলকাতা থেকে সম্মানিত হতে যাচ্ছেন
বিনোদন ডেস্ক:- দেশের সিনেমার জীবন্ত কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাক এবার ভারতের কলকাতা থেকে সম্মানিত হতে যাচ্ছেন। আগামী ৪ জুন সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে রাজ্জাকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আজ শনিবার সকালে মুঠোফোনে এমনটাই জানালেন টেলিসিনে সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃণ্ময় কাঞ্জিলাল। বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতার কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন রাজ্জাক। সেখানেও রয়েছে তাঁর জনপ্রিয়তা। বাংলাদেশ থেকে আজীবন সম্মাননায় ভূষিত করার ক্ষেত্রে এসব বিষয় কাজ করেছে বলে জানান মৃণ্ময়। তিনি বলেন, ‘দুই বাংলার সঙ্গে আমরা সংস্কৃতির একটা যোগাযোগ করতে চাই। সে কারণে দুই বছর আগে আমাদের এই আয়োজনের সঙ্গে বাংলাদেশের বিষয়ও যুক্ত করেছি। এবারই প্রথম আমাদের এই আয়োজনে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননার বিষয়টা যুক্ত করেছি। প্রথমবার রাজ্জাক স্যারকে দিয়ে আমরা শুরু করতে চেয়েছি। তিনি আমাদের সম্মাননা গ্রহণ করতে রাজি হয়েছেন ভেবে ভালো লাগছে। এদিকে রাজ্জাকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ‘কলকাতা থেকে সম্মাননার ব্যাপারটি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। দেশের বাইরে থেকে এমন একটি সম্মাননা পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আমি মনে করি, যেকোনো অর্জন কাজের স্বীকৃতি। টেলিসিনে সোসাইটির এটি ১৬তম আয়োজন। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় রাজ্জাক ছাড়া বাংলাদেশের রক গানে অসামান্য অবদানের জন্য আইয়ুব বাচ্চুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন শাকিব খান, নুসরাত ফারিয়া, হাবিব ওয়াহিদ ও কনা। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। টেলিসিনে সোসাইটির ১৪তম আয়োজনে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান, ফেরদৌস, হাসিবুর রেজা কল্লোল ও বেলাল খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat