গ্রিক মূর্তি অপসারণের পর আবার প্রতিস্থাপন তামাশা ছাড়া আর কিছু নয় : হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের সামনে স্থাপনের পর অপসারিত ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপনের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।
বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, মূর্তি অপসারণের পর আবার প্রতিস্থাপন তামাশা ছাড়া আর কিছু নয়। অনতিবিলম্বে মূর্তি অপসারণ করা হোক, না হলে রমজানের পরে বৃহত্ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, জ্বালাও-পোড়াও এ বিশ্বাসী না। যে সকল মুসলমান ভাস্কর্যের পক্ষে কথা বলেন, তাদের নামের শুরুতে ’শ্রী’ লিখতে হবে।
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, গ্রিক দেবী অপসারণের কারণে আমার গত শুক্রবার ধন্যবাদ জানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে আজ আমাদের প্রতিবাদ সমাবেশে সমবেত হতে হয়েছে। দ্রুত মূর্তি অপসারণ করন। না হলে কঠোর আন্দোলন।আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুলতানা কামালকে গ্রেফতারের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ বানাবেন ঘোষণা দেন, মসজিদের নগরী বলে আপনিও মানেন। সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করুন। তা না হলে তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়।