যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি: -
ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজটমুক্ত রাখতে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বোববার সকালে মহাসড়কের বুড়িচংয়ের নিমসার, চান্দিনার মাধাইয়া ও কুটুম্বপুরসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়।
মহাসড়কের এসব বাজারে কাঁচামালের আবর্জনা অপসারণ করে এবং সড়কের উপরে মালামাল সরিয়ে দেয়। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কাজে সহায়তা করে। হাইওয়ে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্নে রাখতে নিয়মিত মহাসড়কের উপরে বাজারসমুহে অভিযান পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছি। এ বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলবে বলেও তিনি জানান। অভিযানকালে হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পদুয়া পর্যন্ত ১০৩ কিঃমিঃ অংশের বিভিন্ন বাজারে সড়কের উপর কাঁচামালসহ বিভিন্ন মালামাল রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।