
স্পোর্টস ডেস্ক: – চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ফলে, ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গেল কোহলি-ধোনি-রোহিত-ধাওয়ানদের টিম ইন্ডিয়া। বিদায় নিল ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের দলপতি বিরাট কোহলি। ৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ১৯১ রান।আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি বেশ ভালোই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকার। ওপেনিং জুটিতে ৭৬ রান তোলেন কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। ব্যক্তিগত ৩৫ রান করে সাজঘরে ফেরেন আমলা। ডি ককের ব্যাট থেকে আসে ৫৩ রান। তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিস করেন ৩৬ রান। দলপতি ডি ভিলিয়ার্স রান আউটের শিকার হয়ে ফেরার আগে করেন ১৬ রান। ডেভিড মিলারও (১) রান আউট হন। ক্রিস মরিস (৪) আর লোয়ার অর্ডাররা সঙ্গ দিতে পারেননি জেপি ডুমিনিকে। ডুমিনি ২০ রানে অপরাজিত থাকেন।ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ২টি, জাসপ্রিত বুমরাহ ২টি, রবীচন্দ্রন অশ্বিন ১টি, হারদিক পান্ডে ১টি আর রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট লাভ করেন।১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন। এরপর জুটি গড়েন দলপতি কোহলি আর ওপেনার ধাওয়ান। কোহলি ৭৬, ধাওয়ান ৭৮ রান করেন। এর পরেই মাঠে নামেন যুবরাজ সিং। ব্যাট হাতে যুবরাজ সিং ২৩ রানে অপরাজিত থাকেন।এদিকে, ‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের খেলা শেষ। তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছেছে স্বাতগিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিদায়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পৌঁছে। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে সেমিতে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা। আগামীকাল পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্বের খেলা।