রাজশাহীর একটি বাড়ি থেকে নব্য জেএমবির তিন সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি:-
রাজশাহীর তানোরের ভাঙ্গাপাড়া এলাকায় একটি বাড়ি থেকে নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
আরো গোলাবারুদ থাকতে পারে সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞরা পৌঁছানোর পর আবার সেখানে অভিযান চালানো হবে। আটক তিন জঙ্গি ইব্রাহিম হোসেন, ইসরাফিল হোসেন ও রবিউল ইসলাম। ইব্রাহিম ও ইস্রাফিল আপন দুই ভাই। রবিউল তাদের বোন জামাই। বাড়িটিতে মোট ১০ জন অবস্থান করছিলো। বাকি সাত জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী ও তিনটি শিশু রয়েছে। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশের সহযোগিতায় বাড়িটিতে অভিযান শুরু করে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল।