সিরাজগঞ্জের-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের জন্য সম্ভাব্য প্রার্থীরা মাঠে
রাশেদুল ইসলাম :- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট-মহাজোটের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। সভা-সমাবেশ, গনসংযোগ, পোষ্টার-প্যানা সাইন বোর্ড লাগিয়ে শুভেচ্ছা জ্ঞাপন, ফেসবুক-টুইটার ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন। তাত শিল্প সমৃদ্ধ বেলকুচি ও যমুনা নদীবেষ্টিত চৌহালী উপজেলা মিলে সিরাজগঞ্জের-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের জন্য ইতোমধ্যেই প্রায় ১০ জন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামীলীগ সমর্থিত মহাজোট ও বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটে অর্šÍদ্বন্ধ থাকায় এ দুটি জোটের পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন পেতে দলের হাইকমান্ডে লবিং চালিয়ে যাচ্ছেন।এ আসনে মহাজোট থেকে শক্তিশালী প্রার্থী দু’বারের জাতীয় সংসদ সদস্য, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি আলহাজ আব্দুল মজিদ মন্ডল, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মোহনের নাম শোনা যাচ্ছে।

অপরদিকে, ২০ দলের পক্ষ থেকে সাবেক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মঞ্জুর কাদের, বিএনপি নেতা গোলাম মওলা খান বাবলু, তরুণ নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সদস্য রাকিবুল করিম পাপ্পু ও চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মামুনও গনসংযোগ করছেন। এদেন মধ্যে মঞ্জুর কাদের ও গোলাম মওলা খান বাবলু ২০০৮ সালের নির্বাচনে দু’জনকেই বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। আদালতের রায় নিয়ে এসে গোলাম মওলা খান বাবলু মনোনয়ন পায় পরে দলীয় সিদ্ধান্তে মঞ্জুর কাদের নির্বাচন করেণ।