
নিজস্ব প্রতিনিধি:-
শতাধিক যাত্রী নিয়ে সোমবার মধ্যরাতে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ফেরি পারাপারে ব্যবহৃত ট্রলারের সন্ধান মিলেছে। তবে পানির নিচ থেকে তা এখনো উদ্ধার করা যায়নি। এ ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদর দফতর।
এরআগে সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইস্পাহানী ঘাট এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার ও যাত্রীদের উদ্ধারে নামেন বাংলাদেশ নৌবাহিনীর, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাদের সহযোগিতা করেন থানা পুলিশ। ট্রলারটি ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আগা নগর ব্রিজ ঘাটে যাচ্ছিল। মাঝপথে ইস্পাহানী ঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়। রাত থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত একটার সময় ট্রলাটি ডুবে যায়। সকাল সাতটার সময় ট্রলারটির অবস্থান সনাক্ত করা গেছে। এখন সেটি উদ্ধারে কাজ করা হচ্ছে।নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন ট্রলারে। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছে। বাকিরা সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। সর্বশেষ ট্রলারটির সন্ধান মিলেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।