
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর সাভারের আশুলিয়ায় সাড়ে তিনশ পুরিয়া হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হন।cহওয়া দুই ব্যক্তি হলেন, মামুন (২৫) ও সেলিম (২৬)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সাড়ে তিনশ পুরিয়া হেরোইনসহ মামুন ও সেলিমকে আটক করা হয়। পরে দুপুরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই কামাল। এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালেক বলেন, আটক দুই মাদক ব্যবসায়ী ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তাদের পুলিশ আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। স্থানীয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি এর মূল হোতা বলে জানান ইউপি সদস্য আবদুল খালেক।