মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি, বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি:-
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও ছবি পোস্ট করার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কোন ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিবের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিতভাবে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও ছবি পোষ্ট করছে, যার সঙ্গে বিএনপি মহাসচিবের কোন ধরণের সম্পৃক্ততা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিব্রত করার উদ্দেশে এটি করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। যারা এ ধরনের অপকর্মের সহিত লিপ্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে তা বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।