
নিজস্ব প্রতিনিধি:
- আজ বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০১৭ইং সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২শ ৮২ জন কৃর্তী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পারুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ শিবলী প্রমূখ। এ সময় প্রতিটি কৃর্তী শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়।