
স্পোর্টস ডেস্ক:-
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্বপ্নযাত্রা শেষ হয়েছে সেমিফাইনালে। কাল সকালে দেশে ফিরছেন মাশরাফিরা। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের সমর্থকেরা।
কোহলিদের বিপক্ষে মাশরাফিদের পরাজয় যদিও নতুন নয়। কিন্তু হতাশ আসলে পরাজয়ের ব্যবধান নিয়ে। গত দুই বছরে বাংলাদেশের যে সাফল্য, ভারতের বিপক্ষে দুর্দান্ত এক লড়াই সবাই প্রত্যাশা করেছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ যতটুকু এগিয়েছে, সেটিকে বড় অর্জন দেখছেন কুমার সাঙ্গাকারা। আইসিসির ওয়েবসাইটে লেখা নিজের কলামে সাঙ্গাকারা বলছেন, চ্যাম্পিয়নস ট্রফির আত্মবিশ্বাস সামনে আরও এগিয়ে নেবে বাংলাদেশকে, ‘অস্ট্রেলিয়া সিরিজের (দেশের মাঠে) আগে বাংলাদেশ দল মাথা উঁচু করেই ঢাকা ফিরবে। চন্ডিকা হাথুরুসিংহের কোচিং, সহযোগিতাপরায়ণ ক্রিকেট বোর্ড আর সাকিব আল হাসানদের মতো মানসম্পন্ন এক দল সিনিয়র খেলোয়াড়ের নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। এ নিয়ে সর্বশেষ আইসিসির বড় দুটি টুর্নামেন্টের নকআউট পর্বে উঠেছে তারা। এখন শিরোপা জয়ের দাবি জানিয়েই ২০১৯ বিশ্বকাপ খেলার পরিকল্পনা তারা করতে পারে।’