
নিজস্ব প্রতিনিধি:-
চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পরে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সকালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয় বলে জানিয়েছে দলটি। এরপর তারা রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে আসে। এর প্রতিক্রিয়ায় দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন- ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। পুলিশ মিছিল থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। আটকের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিছিল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম জানা জানা যায়নি।
উল্লেখ্য, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন। গাড়ি বহরে থাকা একজনের মাথা ফেটে গেছে।