ঢামেকে মৃত্যুর পরপরই স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী

নিজস্ব প্রতিনিধি:-
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেয়ারা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যুর পরপরই সঙ্গে থাকা স্বামী পরিচয়দানকারী ব্যক্তি পালিয়ে যায়। বুধবার ভোরে দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক ব্যক্তি পেয়ারা বেগম নামে এক নারীকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে ঐ ব্যক্তি বলেন আহত নারী তার স্ত্রী। ট্রেনের ধাক্কায় তার পায়ে গুরুতর আঘাত পান। এ সময় ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা ঐ নারীকে অপারেশন করলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মৃত্যু হয় তার। পেয়ারা বেগমের মৃত্যুর পরপরই স্বামী পরিচয়দানকারী ঐ ব্যক্তি পালিয়ে যায়। তবে কোথায় দুর্ঘটনাটি ঘটে, বিষয়টি জানা যায়নি। মৃত নারীর পরিবারের খোঁজখবর নেয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।