ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি হলেই নগরীর সড়কে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিনিধি: –রাজধানীতে মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। কখনও হালকা কখনও ভারি। আর এতে খানাখন্দে ভরা সড়কগুলোতে জমে যায় পানি। ফলে চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয় নগরবাসীকে। সরেজমিন দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত সড়কের একাংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই এ সড়ক ব্যবহার করে যারা চলাচল করেন তাদের পোহাতে হয় চরম দুর্ভোগ।পানি জমে থাকায় এ সড়ক দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো মাথা ব্যথা নেই।একই চিত্র দেখা গেছে, হাজারীবাগ বেড়িবাঁধ থেকে সেকশন বেড়িবাঁধ, কামালবাগ থেকে বাবু বাজার, চকবাজার-জেলখানা সড়ক, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার সড়ক, শান্তিনগর, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, আলাউদ্দিন রোড, রাজারবাগ, কালশি সাংবাদিক কলোনির সামনের সড়ক, মোহাম্মদপুরের বাঁশবাড়ি সড়ক ও সাতমসজিদ সড়কে।জলাবদ্ধতার কারণে এসব সড়ক দিয়ে চলাচল করতে পথচারীরা নাকাল হন। জানা গেছে, ভরা বর্ষার মৌসুম শুরু হলেও এখনও চলছে সড়ক খোঁড়াখুঁড়ি।এসব সড়কে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। বিশেষ করে যাত্রাবাড়ী চৌরাস্তা, রামপুরা-কুড়িল সড়ক, আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর সড়ক, মাজার রোড এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকার ক্ষতবিক্ষত সড়কে চলাচলে দুর্বিষহ দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।মিরপুর সাংবাদিক কলোনি এলাকার বাসিন্দা আল-মামুন যুগান্তরকে বলেন, ভরা বর্ষার মৌসুমে রাজধানীতে খোঁড়াখুঁড়ি চলছে। বৃষ্টিতে এসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বাসিন্দা মোস্তফা হোসেন যুগান্তরকে বলেন, বৃষ্টি মানেই আমাদের কাছে ভোগান্তি। সড়ক তলিয়ে যাচ্ছে, দিনের পর দিন পানি জমে থাকছে। উন্নয়নে ঢাকা বদলে যাওয়ার গল্প শুনছি। কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat