ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী সংগঠনের সমর্থনের অভিযোগ এনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক:- বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সমর্থনের অভিযোগ এনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৮টি সংস্থা বা ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। তারা সবাই ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম বা ‘এলিট রিপাবলিকান গার্ডস কোর’-এর সমর্থন করেছিলেন।ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘের নিয়মনীতির বিরুদ্ধে যায় বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সিরিয়া সরকার, হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন করার জন্য ইরানকে কড়া সমালোচনাও করা হয়। এ ছাড়া ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থনের জন্যও অভিযুক্ত করা হয় ইরানকে।বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের কর্মকাণ্ডে ওই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।’‘ইরান হিজবুল্লাহ, হামাসের মতো বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদকে সমর্থন জানাচ্ছে, যা ইসরাইল ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি। নিজ পক্ষের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নিষ্ঠুরতার পরও ইরান তাঁকে সমর্থন জানিয়েছে।’এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, নতুন এই নিষেধাজ্ঞা ‘একপাক্ষিক ও অবৈধ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat