বুধবার কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭’র উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, সব নির্বাচন পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনের। ওই সময় যে সরকার থাকে তার দায়িত্ব কমিশনকে সহায়তা করা এবং তাকেই সহায়ক সরকার বলে। এখন সে সময় কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না, তা নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখনই দেশের বাইরে যান তখনই দেশের উপর বাইরে থেকে আঘাত এসেছে এবং দেশের ভেতরে আভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়েছে। অতীতের শিক্ষা থেকে বেগম খালেদা জিয়া এবার সেগুলো থেকে দূরে থাকবেন বলেও আশা প্রকাশ করেন হানিফ।এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগ যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুণ্ডু, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।