প্রকৃতির ডাকে,রাস্তার উপরেই সাড়া দিয়েছিল মহেশ-কন্যা আলিয়া

বিনোদন ডেস্ক:- হাইওয়ে সিনেমার শুটিং করতে গিয়ে একবার রাস্তার উপরেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল বলে জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
আলিয়া জানান, সে সময় ইমতিয়াজ আলির পরিচালনায় হাইওয়ে ছবির শুটিং করছিলেন তিনি। একটা ট্রাকে করে ঘুরে ঘুরে শুটিং করতে হয়েছিল। আগে থেকে লোকেশন তেমন ঠিক ছিল না। ঘুরতে ঘুরতে জায়গা আর আলো পছন্দ হলেই শুটিং শুরু করে দিতেন ইমতিয়াজ! সে সময় অনেক প্রত্যন্ত জায়গায় আলিয়াকে যেতে হয়েছিল ছবির তাগিদেই। সব জায়গায় প্রয়োজন মতো টয়লেট না পাওয়ায় রাস্তাতেই কাজ সারতে বাধ্য হয়েছিলেন নায়িকা! আলিয়ার এই মন্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ মনে করছে, ডেডিকেশন বোধহয় একেই বলে। নায়িকাসুলভ কোনো আচরণ না করে ভালো কাজের খাতিরে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন মহেশ-কন্যা। তা ছাড়াও ভারতে শৌচাগারের যে সমস্যা, আর তাতে মহিলারা কতটা ভুক্তভোগী তা যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আলিয়া।