
স্পোর্টস ডেস্ক:-অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলে গত সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স দল। সফরে দারুণ সফল্য পেয়েছে দলটি। জিতেছে সবগুলো ম্যাচেই। দলের এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন অধিনায়ক লিটন দাস।
অস্ট্রেলিয়ায় দারুণ সাফল্য পেয়ে এবার নিশ্চয়ই জাতীয় দলে ঢোকার লক্ষ্য থাকবে লিটনের। অবশ্য আপাতত তা নিয়ে ভাবছেন না এইউইকেটকিপার-ব্যাটসম্যান। এখন তাঁর লক্ষ্য নিজেকে ভালোভাবে তৈরি করা। বলেছেনও, ‘আসলে জাতীয় দল নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই। আমি গিয়েছিলাম এইচপির হয়ে খেলতে। যে উদ্দেশ্যে গিয়েছিলাম, তাতে আমরা সফল হয়েছি।’তবে অস্ট্রেলিয়া সফরে আরো ভালো কিছু করার সুযোগ ছিল বলে মনে করেন তিনি, ‘কন্ডিশন আমাদের অনুকূলে ছিল না। কারণ সেখানকার আবহাওয়া কিছুটা ভিন্ন। প্রথম ম্যাচটি আমরা অনেক কষ্ট করে জিতেছি। তবে আমাদের ব্যাটিংয়ে আরো ভালো করার সুযোগ ছিল।’সবগুলো ম্যাচে জিতলেও দলীয় ব্যাটিংয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি লিটন, ‘একটি ম্যাচেই আমরা তিনশ’র বেশি রান করেছি। তা ছাড়া যদি আরো কয়েকটা সেঞ্চুরি হতো, ভালো হতো। দলীয়ভাবে আমরা আরো ভালো খেলতে পারলে দলের পারফরম্যান্সও আরো ভালো হতো।’