
নিজস্ব প্রতিনিধি: – ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত।শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।তিনি আরো জানান, আটকদের কাছ থেকে ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬০ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা, ২২৫ গ্রাম ৭৬৯ পুরিয়া হেরোইন, দুই বোতল ফেনসিডিল ও তিন বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।