ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনার মায়া কাটিয়ে নেইমার এখন প্যারিস সেইন্ট জার্মেইনে
স্পোর্টস ডেস্ক:-বার্সেলোনার মায়া কাটিয়ে নেইমার এখন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে, এটা পুরোনো খবর। নেইমার চলে যাওয়ায় ন্যু ক্যাম্পে কিছুটা হলেও শোকের ছায়া ঘনিয়েছে। প্রিয় বন্ধুর বিদায়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন লিওনেল মেসিও। সতীর্থের বিদায়ে নেইমারকে দারুণ এক উপহার দিলেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন আর্জেন্টাইন গ্রেট। দুজনের দারুণ কিছু মুহূর্ত সেই ভিডিওতে তুলে ধরেছেন মেসি। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। এর পর ধীরে ধীরে দলটির অন্যতম সেরা সদস্যে পরিণত হন ব্রাজিল তারকা। এই চার বছরে বার্সাকে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একবার চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন নেইমার। নেইমারকে উৎসর্গ করা সেই ভিডিওতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ জয়ের ছবি রয়েছে। এ ছাড়া অনুশীলনে নিজের খুনসুটি, ম্যাচে গোল উদযাপনসহ আরো বেশ কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বন্ধু, তোমার সঙ্গে কাটানো বছরগুলো ছিল দারুণ। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা জানাই। অনেক ভালোবাসা তোমার প্রতি।’২২২ মিলিয়ন ডলারে প্যারিস সেইন্ট জার্মেইনেই যাচ্ছেন ব্রাজিলীয় তারকা নেইমার। স্পেনে এসে মাঠের সময়টা ভালোই কেটেছে নেইমারের। তবে মাঠের বাইরে বিভিন্ন সময়ে শিরোনামে আসেন ব্রাজিল তারকা। কর ফাঁকির মামলা নিয়ে বেশ কাঠখড় পোহাতে হয়েছে তাঁকে। এরপরই বার্সেলোনার ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি। তখন থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন নেইমার। আর অনেক আগে থেকেই নেইমারের বিষয়ে মুখিয়ে ছিল পিএসজি।এ ছাড়া মনে করা হচ্ছে, বার্সায় অতিরিক্ত মেসিপ্রীতিও নাকি নেইমারের বার্সা ছাড়ার আরেকটি কারণ। মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আশপাশের কিছু মানুষ ব্রাজিল তারকার মন বিষিয়ে তোলেন। মেসি যত দিন ন্যু ক্যাম্পে আছেন, তত দিন তাঁকে টপকানো সম্ভব নয় কারো পক্ষেই। এ কারণেই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেলেন নেইমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat