দেশ ও দলের জন্য ক্ষতিকর, এমন কোনো ব্যক্তিকে দলে নেওয়া হবে না : পাপন

নিজস্ব প্রতিনিধি:-সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘একটা সময় বিএনপি-জামায়াতের মূল শক্তিই ছিল ছাত্রদল আর শিবির। অর্থাৎ তরুণসমাজ। আজ কিন্তু পরিস্থিতি তেমনটি নেই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমুখিতায় আকৃষ্ট হয়ে তরুণরা এখন আওয়ামী লীগের আদর্শের দিকে ধাবিত হচ্ছে।’
আজ শনিবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন নাজমুল হাসান। নিজ বাসভবন আইভি ভবন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশ ও দলের জন্য ক্ষতিকর, এমন কোনো ব্যক্তিকে দলে নেওয়া হবে না। ইতোমধ্যে দলে থেকে যদি কেউ ক্ষতিকর কোনো কাজ করে থাকেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।’দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘ভৈরব একটা ছোট্ট শহর। এখানে পরস্পর পরস্পরের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। কোনো ব্যক্তি যদি সমাজের মন্দ কোনো কাজের সঙ্গে জড়িত না থাকেন, শুধু বিএনপি করেছেন, এই অপরাধে তাঁকে দলে না নেওয়ার কোনো কারণ নাই।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজি মো. সিরাজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।আলোচনা শেষে তিনি একটি সদস্য ফরম পূরণ করে নিজের সদস্যপদ নবায়ন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সহসভাপতি মির্জা সুলায়মান, অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, হাজি সিরাজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের নবায়নকৃত সদস্য ফরম বিতরণ করে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানের শুরুতে ভৈরবের ৭০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হাজি আসমত কলেজকে বিশ্ববিদ্যালয় করার সরকারি সিদ্ধান্তে কলেজটির শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে মোবারক আলীর নেতৃত্বে নাজমুল হাসান পাপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে একই বিষয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মোটরযান লীগসহ ভৈরবের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়।