ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: –ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন, সহকারী পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল মান্নান।তিনজনের এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।মেজর শাকিল নেওয়াজ জানান, বেলা ৩টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনের নিয়ন্ত্রণের ঘটনায় তাঁরা একটা নজির সৃষ্টি করতে পেরেছেন। দ্রুত সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।ফায়ার সার্ভিস জানায়, বেলা দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর আতঙ্কে ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে। বেশ কিছুক্ষণ বিমান ওঠা-নামা বন্ধ ছিল।