ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন ধোনি
স্পোর্টস ডেস্ক: –অধিনায়কত্ব ছাড়ার পর থেকে আর সেভাবে আলোচনায় নেই মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ হয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার ধোনিকে দেখা গেল পুরোনো রূপে। ঠান্ডা মাথায় ব্যাটিং করে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। ৩ উইকেটের ঘাম ঝরানো জয় দিয়ে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৭ ওভারে ২৩১ রান। সে লক্ষ্যে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ১০৯ রান জমা করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। কিন্তু এরপর দারুণ বোলিং করে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ১৬ ও ১৭তম ওভারে দুই ওপেনারই ফেরেন সাজঘরে। এরপর ২২ ওভারের মধ্যে মাত্র ১৩১ রান জমা করতেই ভারত একে একে হারায় কেদার যাদব, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের উইকেট। এই পর্যায়ে শ্রীলঙ্কার জয় অবধারিত বলেই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে।কিন্তু উইকেটে ধোনি ছিলেন বলেই আশা ছাড়েননি ভারতের সমর্থকরা। আর সেই আস্থার প্রতিদান দারুণভাবেই দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ধোনি। ভুবনেশ্বর খেলেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের ইনিংস (৫৩)। আর ৪৫ রান করে অপরাজিত ছিলেন ধোনি। দল হেরে গেলেও দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার তরুণ অফস্পিনার আকিলা ধনঞ্জয়। ১০ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মিলিন্দা সিরিবর্ধনের ৫৮, চামারা কাপুগেদারার ৪০, নিরোশান ডিকওয়েলার ৩১ রানের ইনিংসগুলোতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ২৩৬ রান।আগামী ২৭ আগস্ট পাল্লেকেল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলে টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদও পাবে ভারত। আর সিরিজ হারের লজ্জা এড়ানোর জন্য জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিক শ্রীলঙ্কার সামনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat