পুলিশের গুলিতে ঢাকা বোর্ডের সচিব গুলিবিদ্ধ,দুই পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর গুলশানে পুলিশ কনস্টেবলের শটগানের গুলিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী আহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে গুলশান থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
ওই দুই পুলিশ কনস্টেবল হলেন ইমরান ও আশরাফুজ্জামান। আজ শুক্রবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানান।ওসি জানান, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানার সহকারী কমিশনার (প্যাট্রল) রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরই এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলশান ২-এর হোটেল ওয়েস্টিনের পাশে পুলিশ কনস্টেবল শটগান লোড করছিলেন। এ সময় ভুলবশত একটি রাবার বুলেট বেরিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরীর পেট ও হাতে লাগে। পরে রাতেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।