ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে
নিজস্ব প্রতিনিধি:-রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক কারণে বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই মানবিক কারণে চীন-ভারতও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতিসংঘসহ অনেক বড় রাষ্ট্র আজকে এগিয়ে আসছে আমাদের বাংলাদেশে সাহায্য করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছে তারা। বিশেষ করে চীন-ভারতকে আহ্বান জানিয়েছি আমরা, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, চীন-ভারতও এই মানবিক কারণে এগিয়ে আসবে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে। এই মানবিক কারণের অর্থ এই নয় যে, তারা স্থায়ীভাবে এখানে থাকবে। আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য, তাদের সঙ্গে মানবিক আচরণ করার জন্যে। বিশ্বের বড় বড় দেশগুলোকে অনুরোধ কবর, মানবিক কারণে এগিয়ে আসুন। রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা মিয়ানমারে করেন, হত্যাযজ্ঞ বন্ধ করেন। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’এর আগে মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দরিদ্র পরিবারের মধ্যে এসএসকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat